তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- শীতকাল এখনো পুরোপুরি যায়নি। গ্রীষ্মকাল সমাগত। এরই মধ্যে বাঁশখালীতে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দীর্ঘদিন বাঁশখালীর বিদ্যুত ব্যবস্থা লোডশেডিং মুক্ত থাকলেও গ্রীষ্মকালের আগমন পূর্ববর্তী লোডশেডিং গ্রীষ্মকালে বিদ্যুতের অবস্থা কেমন হবে তা অনেকটা জানিয়ে দেয়ার মতোই!
উল্লেখ্য- গত দুইমাসে তীব্র শীতের সময়ও বাঁশখালীর বিদ্যুত ব্যবস্থা ছিলো স্বাভাবিক। এমন দিনও কেটেছে- যেদিন এক মিনিটের জন্যও বিদ্যুত যায়নি। কিন্তু- সপ্তাহখানেক সময় ধরে হালকা গরম অনুভূত হওয়ার সাথে সাথেই শুরু হয় বিদ্যুতের লোডশেডিং। কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে- সকাল, দুপুর, বিকেলে বিদ্যুত চলে গিয়ে আসছে ঘন্টা, দেড় ঘন্টা পরে। যেন লোডশেডিংয়ের রুটিন! নির্দিষ্ট নিয়ম মেনে এভাবে গ্রীষ্মযাত্রা শুরু করেছে বাঁশখালীর বিদ্যুত ব্যবস্থা। গ্রাহকরা শঙ্কা প্রকাশ করে বলছেন- গ্রীষ্মকাল না আসতেই যদি এভাবে লোডশেডিং হয় তাহলে গ্রীষ্মকালে কি অবস্থা হবে আল্লাহ’ই জানে!