চট্টগ্রাম মহানগরের গ্রাহকদের পানির বিল আদায়ে চট্টগ্রাম ওয়াসার সাথে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ দামপাড়াস্থ ওয়াসা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

এতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জাব্বার চৌধুরী ও চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) নুরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযুষ দত্ত, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ জাকির হোসেন ভূঁইয়া, চুক্তির দ্বিতীয় পক্ষ প্রিমিয়ার ব্যাংক ও.আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মান্নানসহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।
চুক্তির আলোকে চট্টগ্রাম মহানগরের গ্রাহকবৃন্দ প্রিমিয়ার ব্যাংকের নয়টি শাখায় পানির বিল আদায় করতে পারবেন। শাখাগুলো হচ্ছে ও.আর নিজাম রোড, আগ্রাবাদ, খাতুনগঞ্জ, জুবিলী রোড, কদমতলী, পাহাড়তলী, ইপিজেড, চকবাজার, বহদ্দারহাট।