বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া-ব্যক্তিত্ব বদিউল এহসান চৌধুরী গ্রাসরুটস্ স্কুল বৈলছড়ি ও কালিপুর শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। তিনি গ্রাসরুটস্ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ও উপদেষ্টা। তিনি বৈলছড়ি খান বাহাদুর পরিবারের সন্তান।
সংস্কৃতি অঙ্গণেও তার পদচারণা দেখা যায়। তিনি বিভিন্ন টিভি চ্যানেলে কয়েকটি নাটক করেছেন। এক সময় গোল রক্ষক হিসাবে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। বিভিন্ন আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আত্মপ্রকাশ হয়েছিল এবং এখনও তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহায়তায় এগিয়ে আসতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন।
গ্রাসরুটস্ স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আশিকুর রহমান চৌধুরী ও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।