পৌরসভা প্রতিনিধি : কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে আপোসহীন দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী নৈরাজ্য ও ন্যাক্কারজনক তল্লাশীর প্রতিবাদে বাঁশখালী পৌরসভা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে,মিছিলটি উপজেলা সদর থেকে প্রদক্ষিণ করে মিয়াবাজারে এসে শেষ হয়,মিছিলোত্তর পথসভা বাঁশখালী পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হাছান হোসাইনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদের সঞ্চালনায় অনুষ্টিত হয়,এতে বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাংগির আলম,যুগ্ম সম্পাদক আমিনুর রহমান,মোঃ রিদওয়ান,জাহেদুল্লাহ,২নং ওয়ার্ড সভাপতি শাব্বির আহমেদ,সহ-সভাপতি এনামুল হক হারুন,৭নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ,সহ-সভাপতি শুক্কুর, যুগ্ম সম্পাদক জাহাংগির, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ,৭নং ওয়ার্ড সহ সাধারণ সম্পাদক নুর হোসাইন,আলী আহমেদ,আব্দুর রহমান,হাছান,আলমগীর,শোয়াইব,রফিক,রুবেল,বাপ্পা,জসিম,শফি,জাবেদ প্রমুখ।
বক্তারা গুলশান কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,আওয়ামীলিগের প্রতি দেশের জনসাধরণের অনাস্থা দেখে দিকবিভ্রান্ত হয়ে গুলশান কার্যালয়ে নৈরাজ্য চালায়, অনহিতকর কর্মকান্ড পরিহার করে জনতার কাতারে এসে সরকারকে গণতন্ত্রের সুষ্ঠু ব্যবহারের তাগিদ দেন।
12