কালীপুর প্রতিনিধি : গুনাগরী ইউনাইটেড এসোসিয়েশনের ফ্রি খতনা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে গত ৩ সেপ্টেম্বর । কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের এই কার্যক্রম শুরু হয়।
গ্রামের ১৫০ জন নারীপুরুষকে সহায়তা ও ১৫ জন শিশুকে ইউনাইটেড এসোসিয়েশনের আর্থিক সহায়তায় খতনা করা হয়েছে । তারা বহুলোকের ফ্রি ব্লাড গ্রুপিংও করেছে।
সার্বিক সহযোগিতা ও বৃষ্টি বাঁধা উপেক্ষা করে যারা প্রোগ্রাম বাস্তবায়ন করেছে সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গুনাগরী ইউনাইটেড এসোসিয়েশন বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের হাত সম্প্রসারণ অব্যাহত রেখেছে।