মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী: বাঁশখালীর ঐতিহ্যবাহী গুনাগরী স্বপ্নীল সুপার মার্কেটে ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে নগদ ২০ লাখ টাকাসহ কোটি টাকার মালমাল লুটে নিয়ে মার্কেটের বিভিন্ন দোকানে ব্যাপক তান্ডব চালিয়েছে। এসময় সন্ত্রাসীদের হামলায় শমসুল আলম ও পারভেজ নামে দুই ব্যবসায়ী আহত হন, তাদের কে বাঁশখালী ( Banshkhali ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল জুমাবার (২৩জুন) ইফতারের পরপরই এ সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। থানা থেকে অতিরিক্ত পুলিশ আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জন কে আটক করেছে। ব্যবসায়ী মনসুর জানান, জনৈক ফরহাদের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এদিকে ওই ঘটনাকে নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড,শাহাদত আলম বলেন, “আমার জীবনে প্রকাশ্য দিবালোকে এরকম তান্ডব দেখিনি, আমি ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের কঠোর শাস্তি চাই”
markete ki shipping korte jawa kabe? police place e jake pay take dharbe nichoy!
Koin Markete nam ke