গুণী শিক্ষক’ হিসেবে সংবর্ধিত হলেন বাঁশখালীর কৃতি সন্তান গোলামুর রহমান

বাঁশখালী টাইমস: শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘গুণী শিক্ষক’ সম্মাননা লাভ করেছেন বাঁশখালীর কৃতি সন্তান বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলামুর রহমান।

১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় নগরীর মুসলিম হলে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এ.কে. ফজলুল হক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও চেয়ারম্যান লায়ন মো: মুজিবুর রহমান, কবি আকতার হোসাইন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো: ইসহাক চৌধুরী।

সংবর্ধিত গুণী শিক্ষক গোলামুর রহমান ১৯৫৩ সালে বাঁশখালীর চেচুরিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কৃতিত্বের সাথে বিকম ও বিএড সম্পন্ন করে তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। তিনি বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এক টানা ৩৮ বছর শিক্ষকতা করেন এবং ২৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পূর্ব চেচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ টার্মে ১২ বছর সভাপতি ছিলেন। জলদী পরীক্ষা কেন্দ্রের ১২ বছর হল সুপার ও ২২ বছর বাঁশখালী উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ছিলেন।
তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘকালীন সহ সভাপতি ও বর্তমানে সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন। ২০১২ সাল থেকে অদ্যাবধি সিলেবাস পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *