গুজব ছড়ানো ঠেকাতে এবং ডেঙ্গুর বিস্তার রোধে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে একত্রিত করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেওয়ানবাজার সানরাইজ কেজি স্কুল প্রাঙ্গণ হতে গত(৮আগস্ট) বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশেষ র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মরহুম কাউন্সিলর এ.কে.এম জাফরুল ইসলাম এর সুযোগ্য পুত্র ১৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এ.কে.এম আরিফুল ইসলাম (ডিউক), একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সম্মানিত মহিলা বিষয়ক সম্পাদিকা, জননেতা রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি রুবা আহসান এবং ১৭নং ওয়ার্ড এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত আয়োজনে বক্তারা বলেন-
আমাদের ডেঙ্গু কবল থেকে রক্ষা পেতে হলে বাড়ি আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এ বিষয়ে সবাইকে জানাতে হবে। কোন বিষয় শুনার পর পরই আমরা উত্তেজিত হব না। ভাল করে শুনে বুঝে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিব।
ডেংগু এবং গুজবের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই।
বর্ণ পরিবার এইধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। তারা এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন।