আজ ৯ ডিসেম্বর শনিবার বেগম রোকেয়া দিবস। ১৮৮০ সালের এই দিনে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও বাতক্রমী নারী অগ্রদূত জনাব বেগম রোকেয়া। অসাধারণ এই মহর্ষিকে জানাই অভিবাদন।
শত প্রতিকূলতাকে বুড় আঙ্গুল দেখিয়ে বর্তমানে গার্মেন্টস সেক্টরে কর্মরত লক্ষ লক্ষ ২১ শতকের বেগম রোকেয়াদেরও জানাই রক্তিম অভিবাদন………। গুগল ডুডলে আজকের দিনটি তার জন্য উৎসর্গ করাই গুগুলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।