আরকানুল ইসলাম: সাতকানিয়াস্থ গারাংগিয়া দরবারের হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.) এর অন্যতম বয়োজ্যেষ্ঠ খলিফা, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে কামেল হযরত আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন মজিদী সাহেব হুজুর (পীর ছাহেব, কদমতলী, চট্টগ্রাম) গতকাল ২৯/১১/১৮ ইং রাত ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আগামী কাল বা’দ আছর বিকাল ৪.৩০ মিনিটে “কলেজিয়েট স্কুল” মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি গারাংগিয়া তরিক্বতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং সহীহ আক্বীদার রাহবার ছিলেন।
উল্লেখ্য, তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে “শাহ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা & ট্রাভেলসের” আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।
আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌসের আ-লা মক্বাম নসীব করুন (আমিন)।