BanshkhaliTimes

গন্ডামারা রহমানিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠিত

মোঃরিয়াদুল ইসলাম রিয়াদঃ পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার শতবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।

বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে প্রাক্তন সিনিয়ার ছাত্রদের সম্মতিক্রমে মাওলানা ফৈরদৌস অালম কে অাহবায়ক ও মাওলানা ওবায়দুর রহমান কে যুগ্ম অাহবায়ক এবং মাওলানা অাবু তাহের তৈয়বী, মাওলানা অাব্দুল মালেক,মাওলানা সরওয়ার অালম, মাওলানা অাজগর হোসাইন,মুহাম্মদ হুমায়ুন কবির, ওসমান গণী ও হাফেজ মুহাম্মদ অামির হোসেন কে সদস্য করে ৮সদস্য বিশিষ্ট অাহবায়ক কমিটি গঠন হয়।

শতবার্ষিকী উদযাপন বিষয়ে প্রাক্তন ছাত্র পরিষদের অাহবায়ক মাওলানা ফেরদৌস বলেনঃবাঁশখালীর প্রাচীনতম,অামাদের গন্ড়ামারার ঐতিহ্যবাহী গন্ডামারা রহমানিয়া ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার শতবার্ষিকীটা বর্ণাঢ্যভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছি। অামরা এই শতবার্ষিকী তে অামাদের মাদ্রাসার ঐতিয্যগুলো তুলে ধরব।এবং প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষে থেকে দলমত নির্বিশেষে একজোট হয়ে কাজ করব।

প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক মাওলানা ওবায়দুর রহমান বলেনঃ পশ্চিম বাঁশখালী ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্টান গন্ডামারা রহমানিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার শতবার্ষিকী টা অামরা সুন্দর এবং বিশালভাবে পালন করব। অামরা ইতিমধ্যে প্রাক্তন ছাত্রদের নিয়ে কাজ শুরু করব।ইংশঅাল্লাহ অাগামী এক মাসের মধ্যে প্রাক্তন ছাত্র পরিষদের পুর্নাঙ্গ কমিটি দিব।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *