২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় ও বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পাঠ ও শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী বীর শহীদের শ্রদ্ধা জানানো হয়।

সকাল আটটার দিকে ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত করে এক বর্ণাঢ্য র্যালী বিদ্যালয় হতে সকাল বাজার ও নতুন মার্কেট হয়ে আবার বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
র্যালী পূর্ব সমাবেশে স্বাধীনতা দিবসের মর্যাদা উপস্থাপন করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দেব। স্বাগত বক্তব্য দেন বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠান পরিচালনা করেন বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মোহাম্মদ হোছাইন। এই অনুষ্ঠানে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।