BanshkhaliTimes

গন্ডামারায় স’মিলে আগুন, ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা নতুন মার্কেট
রহমানিয়া সড়ক এলাকায় স-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মেসার্স জামাল স-মিলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনে স মিলে নিত্য প্রয়োজনীয় স্তুপিকৃত গাছ ও আসবাব পত্র সহ নগদ ৫০-৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সব পুড়ে ছাঁই হয়ে যায়। এতে অন্তত প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

এ ব্যাপারে স-মিলের মালিক মোঃ জামাল সত্তার জানান, প্রতিদিনের মত স মিলের যাবতিয় হিসাব নিকাশ করে আমি বাড়ি ফিরে গেলে কে বা কারা আমার মিলে ভোর রাতে আগুন লাগিয়ে দেয়। এতে সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়। তবে আমার এই মিলের জায়গার মালিক জাহাঙ্গীর আলমের সাথে তাদের পার্শ্ববর্তী বসতঘরের মালিক জাহাঙ্গীরের সহোদর বোনের পারিবারিক দন্ধ নিয়ে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *