তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের মধ্যম হাদিরপাড়া খাজা গরিবে নেওয়াজ (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল গতকাল মধ্যম হাদিরপাড়া সাইক্লোন সেল্টার ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মাওলানা হাফেজ সৈয়দ আহমদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, বিশেষ বক্তা হিসেবে মাওলানা ওয়াহিদুর রহমান আল কাদেরী, মাওলানা আবুল কালাম আজাদ আল কাদেরী, মাওলানা শোয়াইবুল ইসলাম আল কাদেরী, মাওলানা ওবায়দুল্লাহ তাহেরী আলোচনা পেশ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে মাওলানা বশির আহমেদ, সমাজসেবক মাহমুদুল ইসলাম, মেম্বার নুরুল হাকিম, মেম্বার কামাল উদ্দীন, সাবেক মেম্বার ফেরদৌস আলম, সাবেক মেম্বার হাফেজ শহীদুল্লাহ, সেলিম উদ্দীন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।