BanshkhaliTimes

গন্ডামারায় আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলার অধীনস্থ ৯ নং গন্ডামারা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বাবু সুরেশ দাশ, চন্দনাইশ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক হাবিবুর রহমান, বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ হামিদ সিকদার, যুগ্ন আহবায়ক -আতাউল্লাহ আল আজাদ,মাহমুদুল ইসলাম, সামিউল ইসলাম, সদস্য সম্রাট শাহ জাহানের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলমকে সভাপতি ও নুরুল আলম সিকদার কে সাধারণ সম্পাদক করে বাঁশখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ হামিদ সিকদার ও যুগ্ম আহবায়ক আতাউল্লাহ আল আজাদ স্বাক্ষরিত কমিটি (৯ই মে) তারিখ হতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৯ নং গন্ডামারা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

৯ নং গন্ডামারা ইউনিয়ন শাখার আওয়ামী মৎস্য জীবীলীগের নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় গঠনতন্ত্র এবং স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ৯ নং গন্ডামারা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ এর সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্নানিত সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *