তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
বাঁশখালীর গন্ডামারায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। আজ দুপুরে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৫ বসতঘরের নগদ টাকা, মালামালসহ সর্বস্ব পুঁড়ে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান- দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে ছৈয়দুর রহমান কালু, সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল মাঝি, মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম, আসহাব উদ্দীন, আতিকুর রহমানের বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও দুর্গম এলাকা ও সড়ক অনুন্নত হওয়ার কারণে ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে সর্বমোট দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় ইউপি সদস্য আনোয়ার বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আলমগীর মাহফুজ, মোঃ বাদশা, বিএনপি নেতা রেজাউল করিম, জাকারিয়া সিকদার, মাহবুব আলম, ফোরকান, জাকারিয়া, ফরিদুল আলম, সুলেমান বাদশা, বাদশা, যুবদল নেতা নুর মোহাম্মদ, মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।