মোঃরিয়াদুল ইসলাম রিয়াদঃ পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান গণ্ডামারা বড়-ঘোনা উচ্চ বিদ্যালয়ের ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
সকাল ১০টা থেকে নানা-রকম উৎসব মুখর পরিবেশে বিভিন্ন খেলাধুলা এবং বর্ণিল সাজে শুরু হয় সংবর্ধনা অনুষ্টান।
সংবর্ধনা অনুষ্টানে বিদ্যালয়ের সভাপতি হাছান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে,অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গন্ড়ামারা ইউপি-চেয়ারম্যান অালহাজ্ব মোঃ লেয়াকত অালী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণ্ডামারা ইউনিয়ন অাওয়ামীলীগ এর সভাপতি মাষ্টার শামশুল অালম, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অাবু অাহমদ, মেম্বার কামাল উদ্দিন, ছাত্রনেতা অালমগীর মাহফুজ প্রমুখ।