BanshkhaliTimes

গণ্ডামারা নিবাসী আবুল হাসেম সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

BanshkhaliTimes

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি, বাঁশখালী জেনারেল হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোখতার হোছাইন সিকদারের পিতা মুহাম্মদ আবুল হাসেম সিকদার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহিল ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া মোক্তার, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ, বাঁশখালী মা- শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশয়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ১ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সাড়ে ৩ টায় দরাফ আলী সিকদার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *