চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি, বাঁশখালী জেনারেল হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোখতার হোছাইন সিকদারের পিতা মুহাম্মদ আবুল হাসেম সিকদার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহিল ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া মোক্তার, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ উল্লাহ, বাঁশখালী মা- শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশয়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ১ কন্যা, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সাড়ে ৩ টায় দরাফ আলী সিকদার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।