মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী জেটি এলাকায় বিভিন্ন স্থান থেকে আগত আটকে পড়া জেলে, মাঝি ও খালাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে কয়েক’শ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবার সার্বিক তত্তাবধানে এই খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ আফরুজুল হক টুটুল, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মু. রেজাউল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল উদ্দীন সহ পুলিশের অন্যন্যা কর্মকর্তার উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বলেন, করোনাভাইরাসের কারণে সাগরে আটকে পড়া জেলে মাঝি ও খালাসিদের মাঝে তাদের খাদ্য সংকট ও দুর্দশার কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পযার্য়ক্রমে বঙ্গোপসাগরে আটকে পড়া সকল জেলে মাঝি ও খালাসিদেরকে ত্রাণসামগ্রী পৌঁছানো হবে।
