গণ্ডামারা ইউনিয়ন ছাত্র পরিষদ পক্ষে ২শত মেধাবী ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নের ৮০০ গরীব, অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেটে ৫কেজি চাউল, ২কেজি অালু, ১কেজি পিয়াজ, ১/২কেজি চিড়া, ১/২ ডাল, ১লিটার সয়াবিন তৈল, একটি ডেটল সাবান।
এই বিষয়ে সংগঠনের উদ্যোক্তা মোঃরিয়াদুল ইসলাম রিয়াদ বলেন, আমাদের এলাকায় ৮০% মানুষ গরীব অসহায়। মহামারী করোনাভাইরাস এর কারনে ইউনিয়নের অসহায় মানুষগুলো অনাহারে দিন কাটাচ্ছে। এই অসহায় মানুষগুলো পাশে থাকার জন্য আমরা এক সপ্তাহে অাগে কয়েকজন ইউনিভার্সিটি, ছাত্র মিলে সিদ্ধান্ত নিই যে ইউনিয়নের অসহায় মানুষগুলো পাশে দাড়াব।এবং অামরা দ্রুত একটা সংগঠন খুলে প্রাথমিক খসড়া করি।দ্রুত ফান্ড় কালেকশন করি।পরে এই বিষয়টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব মোঃ লেয়াকত অালী কে অবহিত করলে সাথে সাথে তিনি ৪লক্ষ টাকার অনুদান দেই।
অামাদের ২শত মেধাবী ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়নের ৮০০অসহায় গরীব অসহায় পরিবারগুলো কে গভীর রাতে খাবার পৌছে দিতে সক্ষম হয়।