মাস্টার নজির আহমদ ট্রাস্টের সহায়তায় গন্ডামারায় ৫টি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বরাবরের মত এবারো শুষ্ক মৌসুমে বাঁশখালীর উপকূলীয় ইউনিয়ন গন্ডামারায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। উদ্ভুত এই পরিস্থিতিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের আবেদনের প্রেক্ষিতে যাচাইবাছাই করে পানি সংকট নিরসনে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ৫টি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল ট্রাস্টের এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি।
সভায় ট্রাস্টের সকল সদস্যসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল কাদের, জাকের হোসেন চৌধুরী বাচ্চু, মাস্টার ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, এর আগেও ছনুয়াসহ বিভিন্ন এলাকায় মাস্টার নজির আহমদ ট্রাস্ট গভীর নলকূপসহ নানা অনুদান দিয়ে এসেছে।