মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা রজনীঘোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৬ টার দিকে সংঘটিত দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আবদুল মান্নান মাঝি (৩৩) ঘটনাস্থলে প্রাণ হারায়। সে ওই এলাকার মৃত মোঃ পেঠানের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউপি’র পশ্চিম বড়ঘোনা এলাকার ফিশিং বোট ব্যবসায়ী আবদুল মান্নান মাঝি শখ করে মোটর সাইকেল ড্রাইভ শিখছিলেন এলাকার অভ্যন্তরীন সড়কে। হঠাৎ মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শরীর থেকে ভুড়ি বের হয়ে গেলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার জুবরিয়া শারমিন ও ডাঃ সৌরভ রায় তাকে মৃত ঘোষণা করেন।