গণ্ডামারায় ‘স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা – ২০১৭’ অনুষ্ঠিত
এনাম ইবনে আলম: গণ্ডামারা-বড়ঘোনা ছাত্র পরিষদের উদ্যোগে “স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭” সম্পন্ন হয়েছে আজ। দ্বিতীয়বারের মতো এই মেধাবৃত্তি সফলভাবে সম্পন্ন হলো।
৪র্থ থেকে ৮ ম শ্রেণী পর্যন্ত স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়। দুটি কেন্দ্র আলাদাভাবে এই পরীক্ষা গ্রহণ করা হয়। এতে মোট ৩৪০ জন পরীক্ষার্থী উপস্থিত হয়। দুটি কেন্দ্রের মধ্যে কেন্দ্র -১: গণ্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয়। যাতে উপস্থিতির সংখ্যা ১৪১ জন এবং কেন্দ্র -২: পশ্চিম বড়ঘোনা রহমানিয়া দাখিল মাদরাসা। এতে উপস্থিতির সংখ্যা মোট ১৯৯ জন। সর্বমোট ৩৪০ জন পরীক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।
স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ এর রেজাল্ট ও পুরস্কার বিতরণী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হবে। গণ্ডামারা-বড়ঘোনা ছাত্র পরিষদ এর আগেও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার বিতরণীসহ এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছিল।
আগামী এসএসসি রেজাল্টের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
আরও পড়ুন :