বাঁশখালী টাইমস: আজ বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার-১ লিমিটেড পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম।
পরিদর্শনকালে প্রকল্প এলাকায় কর্মরত দেশি ও বিদেশী নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে মত বিনিময় করেন। বিদ্যুৎ প্রকল্পে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করে ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বাশঁখালী থানা আকস্মিক পরিদর্শন করে ফোর্সদের সাথে মতবিনিময় করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব মো: আফরুজুল হক টুটুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মো: জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর) জনাব মফিজুর রহমান পলাশ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।