মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা মিয়াজান আলী বাড়ী ৮নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাত ১টায় একই এলাকায় বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু ঘটে। নিহত মোহাম্মদ বাবুল (৩২) ওই এলাকার মো. মর্তুজা আলী সাওদাগরের ২য় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুল হাছিনা ডেকোরেশনের সহকারী পরিচালক। একই এলাকায় বাবুল তার শালীর বিয়েতে ডেকোরেশনের লাইনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়।
বিদ্যুৎ স্পৃষ্টে আক্রান্ত বাবুলকে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, পূর্ব বড়ঘোনা এলাকায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে।