সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাঁশখালী থানা পুলিশের সহায়তায় গন্ডামারার এক বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
সামাজিক কাজের পাশাপাশি এবার বাল্যবিবাহ রোধে জোড়ালো ভূমিকা পালন করতে মাঠে নেমেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
সংগঠন এর ইউনিয়ন সভাপতি আলী হায়দার চৌধুরী আসিফ এর মাধ্যমে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডে বাল্য বিবাহের খবর পান সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সুজন। সাথে সাথে বিষয়টি তিনি বাঁশখালী থানার ওসিকে অবহিত করেন।পরবর্তীতে উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদিকা রোজিয়া সুলতানা সংগঠন এর পক্ষে নিজে থানায় গিয়ে বিস্তারিত অবহিত করেন। পরবর্তী তে পুলিশ এ ব্যাপারে খবর নিলে ঘটনার সত্যতা পান এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে এ বাল্য বিবাহ বন্ধ করে দেন।
বাল্যবিবাহের চেষ্টায় অভিযুক্তরা হলেন বর- মো নাইম উদ্দিন, বয়স :১৩, পিতা : আব্দুল মজিদ, রুহুল আমিন তালুকদার বাড়ী এবং কনে- ঝিনু, বয়স :১২, পিতা :শফিউল আলম, রহমাইল্লারও বাড়ী, গন্ডামারা, বাঁশখালী ১ নং ওয়ার্ড।
অভিযোগ পাওয়ার পর সাথে সাথে বাল্যবিয়ে বন্ধ করে দেয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী শাখার পক্ষ থেকে বাঁশখালী থানার ওসি সালাউদ্দীন হিরাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি মো: আরিফুর রহমান সুজন।
প্রেস বিজ্ঞপ্তি