BanshkhaliTimes

গণ্ডামারার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক. চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আলী হায়দার চৌধুরী আসিফকে গতকাল ৬ (নভেম্বর) মঙ্গলবার দুপুর ১.৪০ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়।

জানা যায়, গন্ডামারা ইউনিয়নের প্যানেল-১ মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ এর ব্যক্তিগত মোবাইল নং- ০১৭৪০৬৫৬২৬২ নাম্বারে দুপুরে ১.৪০ অপরিচিত ০১৮৮১৬০৪২৭৩ এই নম্বর থেকে মোবাইল করে তাকে খুন করার হুমকিসহ নানাভাবে গালিগালাজ করতে থাকে।

পরবর্তীতে একই নম্বর থেকে আবারো টেলিফোন করে বলে ‘তোর তো বাঁচার ইচ্ছা নাই মনে হয়, গরু যেভাবে জবাই করে তোকেও সেভাবে জবাই করে ফেলব, বেশী সেয়ানামী করিসনা’। এছাড়া আরো অকথ্য ভাষায় গালিগালাজ করে।

উল্লেখ্য বাঁশখালী ৯ নং গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী বর্তমানে জেল হাজতে থাকায় মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে সে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরী (নং-২৮৪, তাং-০৬/১১/১৮ ইং) দায়ের করে এবং বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *