গন্ডামারা প্রতিনিধি : আজ বিকেলে গন্ডামারায় এক ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীর নিজস্ব উদ্যোগ ও কৌশলে এই ডাকাতকে ধরা হয়েছে বলে জানা গেছে। তার নাম বাহাদুর। বাড়িও পশ্চিম গন্ডামারাতে।
গত কিছুদিন ধরে গন্ডামারার ডাকাতরা আতঙ্কে আছে বলে জানা গেছে। লেয়াকত আলী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ডাকাতের বিরুদ্ধে জোরেশোরে অভিযান পরিচালনার খবরে অনেক ডাকাত এলাকা ছেড়ে পালিয়েছে।
লেয়াকত আলী ইতিপূর্বে ডাকাতদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে বলেছিলেন, তোমরা ডাকাতি বন্ধ করো। না হয় তোমাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতকে না পেলে তার অভিভাবককে ধরা হবে। কান টানলে যেমন মাথা আসে তেমনি এই ডাকাতদের অভিভাবককে ধরলে অটোমেটিক ডাকাতরা ধরা দিতে বাধ্য হবে। আমার এলাকায় কোনো ধরনের ডাকাতি চলবে না বলে কঠোর হুশিয়ারিও দিয়েছিলেন তিনি।
দুর্ধর্ষ ডাকাত বাহাদুরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।