বাঁশখালী টাইমস: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাসমাবেশে আমন্ত্রিত হয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ও লিও ক্লাব অব চিটাগাং, জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী নাফিজ মিনহাজ।
উক্ত অনুষ্ঠানে আজ বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দিবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, লিও ক্লাব অব চিটাগাং এর প্রাক্তন সভাপতি হিসেবে তিনি এ আমন্ত্রণ লাভ করেন।
এই তরুণ সংগঠকের বাড়ি বাঁশখালীর কালীপুর গ্রামে।
এক নজরে নাফিজ মিনহাজ (নাফিজ)
♦হিসাব রক্ষক (প্রেস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
♦প্রাক্তন সভাপতি, লিও ক্লাব অব চিটাগাং, জেলা ৩১৫ বি৪, বাংলাদেশ।
♦প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মৈত্রী, প্রাক্তন ছাত্রদের সংগঠন, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়।
♦নির্বাহী সম্পাদক ও সদস্য সচিব, প্রকাশনা কমিটি (৭৫ বছর পূর্তি উৎসব), প্রাক্তন ছাত্র পরিষদ, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়।
♦প্রাক্তন খেলোয়াড়, বাঁশখালী উপজেলা ফুটবল দল ও কালীপুর স্কুল ফুটবল দল।
♦এক্স ক্যাডেট সার্জেন্ট, বিএনসিসি, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ইউনিট।
♦সদস্য, কর্ণফুলী এক্স ক্যাডেট এসোসিয়েশন (কেকা)।
♦প্রাক্তন সদস্য, যুব রেডক্রিসেন্ট, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ইউনিট।
♦সহযোগী সদস্য, প্রিয় চট্টগ্রাম (সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন)।