গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা মো. লেয়াকত আলী নিজ হাতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীত বাঁশখালীবাসীর পক্ষে গণস্বাক্ষর ফরম জমা দিয়েছেন।
বিএনপির ঢাকা নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক বেলাল আহমদ এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব হারুন অর রশিদ ভাইয়ের হাতে এই স্বাক্ষরপত্র তিনি তুলে দেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি হতে আদালতের রায়ে কারাবরণ করছেন। আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।