তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অদ্য বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করার দিবাস্বপ্ন বাদ দিয়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও নির্জন কারাগারে বন্দী রেখে সরকার ওনাকে (বেগম খালেদা জিয়া) বাদ দিয়ে একতরফা নির্বাচনে পায়তারা করছে। এদেশের জনগণ সরকারের আশা পূরণ হতে দিবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক এনাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাঁশখালী উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক চেয়ারম্যান মাস্টার মো: লোকমান, সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মো: রফিকুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. নাছির উদ্দিন, প্রকাশনা সম্পাদক এড. আবু তাহের, সহ ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, বিএনপি নেতা আবুল হোসেন, কে এম আনিসুর রহমান, জাহেদুল হক, সুলতানুল আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এড. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, সদ্য কারামুক্ত মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মো: মহসিন, জেলা যুবদল নেতা হামিদুর রহমান পিয়ারু, আবুল মনসুর সিকদার সোহেল, দৌলত আকবর চৌধুরী, আবদুল মান্নান, নূর মোস্তফা সিকদার, মো: শওকত, মো: শফি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: মহসিন, ওবাইদুল হক রিকু, শাহ আলম, শাহজাহান হোসেন, মো: রাসেল চৌধুরী, তৌহিদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, মো: আলমগীর, মো: জুয়েল, আবদুস সবুর, মিজানুর রহমান, ফরহাদুল ইসলাম, এরশাদ উল্লাহ, মো: ওয়াহাব, আমান উল্লাহ বাবু, আনিসুর রহমান, ফরহাদুল ইসলাম, রিয়াজ আহমেদ, মো: ফারুক মিয়া, লোকমান উদ্দিন, মো: ইলিয়াছ, মো: ফিরোজ, গাজী রিফাত, বাকি বিল্লাহ সহ প্রমুখ। সভায় সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
