খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বৈলছড়িতে বিক্ষোভ
তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৈলছড়ীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন- বৈলছড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ ইউনুছ, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম, সহ-সভাপতি নেছারুল হক, মুহাম্মদ রিদোয়ান, মুহাম্মদ বাদশা, মাহমুদুল হক, মুহাম্মদ শফিক, মুহাম্মদ জফুর, সাধারণ সম্পাদক জমির উদ্দীন, যুগ্ন-সম্পাদক মুহাম্মদ কামাল, আলী আকবর, মুহাম্মদ শাহজাহান,সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলাম, যুবদল নেতা আমির হোসেন, জাহেদ, মনিরুল আলম (মনু), বৈলছড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতি কায়েস উদ্দীন,সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সহ-সভাপতি মামুন, যুগ্ন সম্পাদক আকিব, সাঈদ, আরিফ, শাইক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন। ছাত্রদল নেতা- টিপু,নয়ন, ফারুক,রমিজ, শাকিলসহ প্রমুখ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মিছিলটি বৈলছড়ী বাজার থেকে শুরু হয়ে চেচুরিয়া বাজার হয়ে বিএনপির কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় চেচুরিয়া বাজারে এসে শেষ হয়।