খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে উপজেলায় জাফরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ
বাঁশখালী টাইমস- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পৌর বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও বৈলছড়ী বিএনপির সভাপতি ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ উপজেলা ও পৌরসভা বিএনপি,যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মিছিলটি জলদী পেট্রোল পাম্প সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।