বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সঞ্জয় চক্রবর্তী মানিকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর কোতোয়ালী মোড় হতে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা ছাত্রদল নেতা আবদুস সবুরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সঞ্জয় চক্রবর্তী মানিক, জেলা ছাত্রদল নেতা মাহমদুল ইসলাম, চৌধুরী ওয়াহাব, মোহাম্মদ সালাউদ্দিন, শোয়াইবুল ইসলাম, শাহেদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মো. সাকিব, ফরহাদ, মোহাম্মদ রশিদ, হামিদ, মোমেন, আরফাত, মোস্তফা আলী, মুহিত, নিজাম উদ্দিন, সালাউদ্দিন, সোহেল, মো: পারভেজ, মো: ইউনুছ, মো: করিম প্রমূখ।
এসময় জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সঞ্জয় চক্রবর্তী মানিক বলেন, সরকার দেশের সর্বস্তরের জনসাধারনের কাছে জনপ্রিয়তা হারিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। তাই সরকার খালেদা জিয়া সহ দলের নেতাকর্মী দমনে মেতে উঠেছে। মামলা দিয়ে গ্রেফতার করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না।
শিগ্রই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে রাজপথে জনগণের স্বতষ্ফুর্ত আন্দোলনে যে কোন মূহুর্তে সরকারের পতন ঘটবে বলেও মন্তব্য করেন জেলা ছাত্রদলনেতা সঞ্জয় চক্রবর্তী মানিক। তিনি এ অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি