খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানার প্রতিবাদে দক্ষিণজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিটি ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন- “সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে চায়।”
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাটকীয় গ্রেফতারী পরওয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দক্ষিণ চট্টগ্রামের মূল ফটক নগরীর এক কিলোমিটারস্থ আরাকান সড়কে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক উসমান গণী মুজাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক ভিপি প্রার্থী মোঃ ইকবাল হোসেন, ফরেস্ট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরওয়ার আলম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এম. ইসহাক ছানবী, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ কামাল হোসেন, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোঃ আজিম, আইন কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ কাউছার হোসাইন চৌধুরী, জেলা ছাত্রদল নেতা লিমন বড়ুয়া, মোঃআবছার, বাসু মজুমদার, মোঃ বেলাল, মোঃ মিজান, মোঃ মোস্তাক, মোঃ মকছুদুর রহমান, মোঃ শাহাদাত হোসেন মিশু।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, দেশের জনগণ অবৈধ সরকারের কর্মকাণ্ডের উপর আস্থা হারিয়ে যখন সারা দেশব্যাপী দ্রুত মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জোর দাবি তুলেছে এবং জনগণের এই দাবির সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যখন একাত্মতা ঘোষণা করেছে ঠিক সেই মুহূর্তে অবৈধ সরকার তাদের গদি হারানোর ভয়ে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক নাটকীয়ভাবে গ্রেফতারী পরওয়ানা জারি করেছে এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সরকার তাদের অবৈধ ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে সরকারের এই ষড়যন্ত্রকে প্রতিহত করব। ইনশাআল্লাহ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *