তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস): রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বৈলছড়ী ইউনিয়ন বিএনপির এক বিক্ষোভ মিছিল আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া। বিশেষ অতিথি ছিলেন বৈলছড়ী বিএনপির সেক্রেটারি আবুল কালাম।
উপজেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণজেলা যুবদল নেতা ফারুক আল আজাদ, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি শাহেদ আকবর চৌধুরী, যুবদল নেতা আসিফ মাহমুদ, ছাত্রদল নেতা- দিদারুল আলম, নেজাম উদ্দীন, ছাত্রদল নেতা নেছার, বদি,আনিছ,মেহেদি, আলম,গিয়াস,মানিক,সাদু রশিদ,সোহেলসহ বৈলছড়ী ইউনিয়ন ছাত্রদল,যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
মিছিলটি চেচুরিয়াস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চেচুরিয়া বাজার,বৈলছড়ী বাজার প্রদক্ষিণ করে আবার চেচুরিয়া বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন বৈলছড়ী বিএনপির সভাপতি ফজলুল কাদের, পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া। পথসভায় বক্তারা বলেন- রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা চালিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় বেগম খালেদা জিয়াকে রাজপথ, আন্দোলন, সংগ্রাম থেকে দূরে রাখতে। বিএনপি চেয়ারপারসন হামলা,মামলাকে ভয় পায় না। যার প্রমাণ- কিছুদিন আগেই লন্ডন থেকে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানার বোঝা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন। কাজেই বিএনপি চেয়ারপারসনকে হামলা, মামলার ভয় দেখিয়ে লাভ নেই। বক্তারা আরো বলেন- বাঁশখালীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি দল ফায়দা হাসিল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই- এখনো সময় আছে আমাদের নেতা জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। না হয় আপনাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। বক্তারা আগামী দিনে বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাতে বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলামের নেতৃত্বে যে কোন আন্দোলন, সংগ্রামে নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধও জানান।