সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার আগমন উপলক্ষে বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়ার নেতৃত্বে বাঁশখালী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যাক নেতাকর্মীর মোটর শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, প্রধান সড়ক ও বিভিন্ন উপসড়ক প্রদক্ষিণ করেন। উক্ত মোটর শোভাযাত্রায় বাঁশখালী পৌরসভা যুবদলের সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হোছাইন, সাধারণ সম্পাদক তমিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহেদ আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মুবিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেনসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।