খালেদা জিয়াকে হয়রানির প্রতিবাদে আইন কলেজ ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড় প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে এক সমাবেশ কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আলমগীর’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন রশিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাবুল আকতার, পেকুয়া উপজেলা ছাত্রদল সভাপতি এডভোকেট মোঃ জাহেদ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এড. তৌহিদুল ইসলাম, এড. তৌহিদ সিকদার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সহ সভাপতি এসলাহ উদ্দিন সুমন, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হাসান হোসাইনী, বায়েজীদ থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোকারম কুতুবী, মো: শাহেদ, আরিফুল ইসলাম রনি, আবদুস সবুর, সরওয়ার কামাল, সাইফুদ্দিন হিরু, মো: ফরিদ মিয়া, মো: ইব্রাহিম, আতিকুর রহমান, মো: ইউসুফ, আসহাব কোরাইশি, আবুল কাশেম, আবদুল মান্নান, মোসলেম উদ্দিন, খাইর উদ্দিন, নাঈম উল ইসলাম, এস্তাফিজুর রহমান, শুভ, রাশেদুল ইসলাম, দিদারুল আলম, মিজানুর রহমান, আবুল হোসেন, শওকত মো: বাপ্পী, দিদারুল আলম, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, মো: ইকবাল, মো: আজিজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র আওয়ামী সরকার করছে তা কখনো সফল হবে না। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এতে অন্যান্যা বক্তারা বলেন- অতীতের ন্যায় চট্টলার ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং তাঁকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্তের বিরুদ্ধে রাজপথ দখলে রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *