খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল ৮তাই বাঁশখালীস্থ মফহুমের কবর প্রাঙ্গণে ফাতেহা পাঠ, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় বাঁশখালী রহিমা এতিমখানায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
খাঁন বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসা, বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ, বাঁশখালী টেকনিক্যাল কলেজ, বৈলছড়ি নাজমুন্নেসা উচ্চ বিদ্যালয় এবং বৈলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমন্ময়ে আগামী মঙ্গলবার ১৭ এপ্রিল বৈলছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ ভারতীয় বঙ্গীয় সংসদের এমএলসি, এমএলএ ১৯৬২ সালের ১৩ই এপ্রিল শুক্রবার বিকেলে বাঁশখালীস্থ নিজ বাসভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
প্রেস বিজ্ঞপ্তি