মুহাম্মদ শাহেদ: নোভেল করোনায় লকডাউনে থাকা ক্ষতিগ্রস্থ মৎস্যজীবী ও সনাতন ধর্মাবলম্বীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এনামুল হক চৌধুরী।
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের আতংকে থাকা দিন মজুর, কৃষক ও হতদরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে ইতিপূর্বে ৩৫০/৪০০ পরিবারকে মানবিক তহবিল থেকে তাদের নিজ নিজ বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, সাবান, পিয়াজ ইত্যাদি বিতরণ করেন।
কিন্তু পরে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন অত্র এলাকায় সবচেয়ে অসহায় ও খেটে খাওয়া হতদরিদ্র পরিবার অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের অবস্থিত সনাতন ধর্মলম্বীর জেলে পাড়ার এই জনসাধারণ। অত্র জেলে পাড়ায় ১০০ টিরও বেশি পরিবার এবং ৫০০ শত এর বেশি লোকজনের বসবাস। তাই তিনি তাদের দূর্দশা লাঘবে নিজস্ব তহবিল থেকে এই ত্রাণ তাদের ঘরে ঘরে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এনামুল হক চৌধুরী বলেন- মহামারি করোনা আতংকে বিশ্বসহ আমাদের দেশেও এর প্রাদুর্ভাব সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। তাই যাতে তারা এই সংকট মুহুর্তে ঘর থেকে বের না হয় সেই জন্যই স্থানীয় ২নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহায়তায় উক্ত ত্রাণ ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে।
এনামুল হক চৌধুরী আরো বলেন, “নোভেল করোনায় বাঁশখালী উপজেলা লকডাউন ঘোষনা করার কারণে নিম্ন আয়ের মানুষ যাতে খাবারের অভাবে ঘর থেকে বের না হয় তজ্জন্য তাদের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য পৌঁছে দিতে তাঁর এই উদ্যোগ।”