খানখানাবাদে PPHF’ ইফতার ও ঈদসামগ্রী বিতরণ

মো. মহিউদ্দীন: বাশঁখালী থানার অর্ন্তগত ৩নং খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামে প্রতিষ্ঠিত Poor Peoples Helping Foundation এর উদ্যোগে আয়োজিত অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে  ইফতারি এবং ঈদ বস্ত্র বিতরণের সময়।

স্থান: ১৮ নং উত্তর প্রেমাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে যারা সেহরি খায় শাক-মরিচ দিয়ে, আার লবণ-পানির সাথে কিছু শুকনা মুড়ি খেয়ে ইফতার সম্পন্ন করে। অথচ তারাও আমাদের মত মানুষ শুধু একটাই পার্থক্য অর্থের প্রাচুর্যতা। মূলত এই বৈষম্য কিছুটা লাঘব  করতে আমাদের PPHF পরিবারের পক্ষ থেকে আজ নিরীহ-দুস্থ পরিবারের মাঝে  ইফতার সামগ্রী এবং ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে একদিন সারাদেশের দারিদ্র নির্মূলে আমার প্রাণের সংগঠন PPHF মূখ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী শিক্ষিত সমাজ।।।

যারা এই বিতরণ কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *