খানখানাবাদ প্রতিনিধি:
অান্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে খানখানাবাদ ( Khankhanabad ) ইউনিয়নের প্রেমাশিয়া ( Premashia ) রেজভিয়া মাদরাসার সাইক্লোন শেল্টার মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ( Banshkhali ) উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ অালহাজ্ব মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।