মোহাম্মদ শাহেদ: বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও
সমাজসেবক অালহাজ্ব নজরুল ইসলামের পারিবারিক অর্থায়নে ৩নং খানখানাবাদ ইউনিয়নের নিজ গ্রামে
১৮ এপ্রিল শনিবার বিকালে শতাধিক গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার স্বরূপ বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অালহাজ্ব নজরুল ইসলাম বলেন, আমার পারিবারিক অর্থায়নে এলাকায় গরীব দুঃখী দরিদ্র দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেয়া হচ্ছে, তিনি আরো বলেন, বেশি টাকার দরকার নেই মানুষের মনের দরকার সমাজে অনেক লোক আছে ধনী হওয়ার প্রতিযোগিতায় নেমেছে আমি মনে করি ইচ্ছা থাকিলে উপায় হয়। আমার বেশি কিছু না থাকলেও মানুষকে দেওয়ার মতন আল্লাহ আমাকে মন দিয়েছে। তিনি করোনাভাইরাস প্রসঙ্গে বলেন আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, সরকারের সকল সিদ্ধান্ত নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।