ক্রিকেটবিস্ময় মোস্তাফিজুর রহমান!

ক্রীড়া ডেস্ক : একেবারে গ্রাম থেকে উঠে আসা দারুণ প্রতিভাবান ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। স্লোয়ার, ইয়র্কার, স্টোক ডেলিভারীতে দারুণ পটু এই ছেলে ৷ লাইন লেন্থ চমৎকার৷ ইয়ার্কারে গতি প্রায় ১৪০ উর্ধ্বে৷ অান্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুত পরিচিতি পেয়েছে কাটার মাস্টার খ্যাত দ্যা ফিজ! কিন্তু এখনো কেউ তাকে কেউ হাত খুলে খেলতে পারছেন না, বুঝে উঠতে পারছে না তার বলের গতিপ্রকৃতি! এই ফর্মে থেকে দ্যা ফিজ যে অল্প কয়েকদিনেই বনে গেছেন বিশ্বের সেরা বোলার৷ তাকে সমীহ করে কথা বলছে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানরা ৷ 

মোস্তাফিজুর রহমান। জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন। প্রতিপক্ষ মাগুরা জেলার দল। প্রথম দিনই আগুন ঝরল তাঁর বলে। পেলেন দুই উইকেট। খেলা চলাকালে স্থানীয় কোচ আলতাফ হোসেন ফোন করে মোস্তাফিজের  বড় ভাই মোখলেসুর রহমানকে বাগেরহাটে ডেকে নেন। আলতাফ ফোনে বলেন, মোস্তাফিজ দারুণ খেলছে। তাঁকে আসতেই হবে। মাঠে বসে মোখলেসুরও দেখলেন ছোট ভাইয়ের দুর্দান্ত বোলিং। দেখে মুগ্ধ হলেন তিনি। মুস্তাফিজের তখন আবদার ছিল একজোড়া নতুন জুতার। মোখলেসুর কথা দিলেন, পরের ম্যাচে তিন উইকেট নিতে পারলে ছোট ভাইটির আবদার পূরণ করা হবে। মোস্তাফিজ তাঁর নিশানা ভেদ করলেন। কুষ্টিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে পেলেন তিন উইকেট। মোখলেসুর পরদিন সানন্দে খুলনা শহর থেকে মোস্তাফিজকে কিনে দেন একজোড়া স্পাইক বুট।

 

গত অভিষেক ম্যাচের প্রথম ওভারেই মাশরাফি বল তুলে দিলেন তাঁর হাতে। আর প্রথম বলেই ওয়াইড। কিন্তু তারপরেই তো হয়ে উঠলেন বিস্ময়! চার ওভারের স্পেলে ডট বলই ষোলটা। অধিনায়ক আফ্রিদির দাবিমতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট দলটির বিপক্ষে এমন পারফরম্যান্স তো বিস্ময় না জাগিয়ে পারে না।

ক্রিকেটই তাঁর ধ্যানজ্ঞান, সাতক্ষীরার কালিগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজদের বাড়ি। বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট মোস্তাফিজ। কোনো ডাক নাম নেই তাঁর। বড় ভাই মোখলেস বলেন, নাম ওর একটাই, মোস্তাফিজ। ছোট বেলা থেকেই বাঁ-হাতি তিনি। এমনকি প্রথম নাকি ভাতও খেতেন বাঁ হাতেই। অনেক চেষ্টায় এই অভ্যাসটি পাল্টানো গেছে তাঁর। ছোটবেলা থেকে বাবা-মা আর বড়দের খুব মেনে চলতেন তিনি। খেলতে নামার আগেও ভোলেননি এই আদব-কায়দা। ফোন করে বাবা-মা, বড় ভাই, স্থানীয় মুরব্বি ও কোচদের সঙ্গে কথা বলেছেন। সবার দোয়া ও আশীর্বাদ নিয়েই খেলতে নামেন তিনি।

আন্তর্জাতিক ম্যাচের অভিষেকে তো রীতিমতো কাঁপন ধরিয়ে দিলেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। প্রথম ২ ওভারে দিয়েছিলেন মাত্র ৪ রান। পুরো স্পেল শেষে ২০ রান খরচ করে নিয়েছেন দুইটি উইকেট। সাজঘরে ফিরিয়েছেন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো দুজন ব্যাটসম্যানকে। বাংলাদেশ দলে বাঁ-হাতি একজন দুর্দান্ত পেসারের ক্ষুধাটা বেশ পুরোনো। অভিষেক ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্স তাই নতুন দিনের বাংলাদেশ দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে বলেই পূর্বাভাস দিয়েছিল। মোস্তাফিজ একের পর এক উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বে বিস্ময় হয়ে ধরা দিয়েছেন্।

 

খুব দ্রুত সময়ে ইন্ডিয়ান ক্রিকেটলীগে (আইপিএল) জায়গা করে নিয়েছে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে মোস্তাফিজ যাওয়ার পর থেকে সাকিবের নাম অনেকটা মিইয়ে পড়েছে। সবাই মজেছিল সান রাইজার্স হায়দ্রাবাদের খেলা দেখতে! আগে যেখানে বাংলাদেশিরা সাকিবের নাইট রাইডার্সের পক্ষ নিতো, সেখানে এখন সবাই মোস্তাফিজের সান রাইজার্স হায়দ্রাবাদকে সাপোর্ট করে! শুধু কি তাই? মোস্তাফিজ বল হাতে এলেই “দ্যা ফিজ, দ্যা ফিজ” রবে মুখর হয়ে ওঠে গ্যালারি, তরুণীরা প্লে-কার্ড হাতে নিয়ে বলে “মেরি মি দ্যা ফিজ!” একজন ক্রিকেটারকে কতটুকু ভালোবাসলে পরে এমন প্রতিক্রিয়া দেখায় তা সহজেই অনুমেয়।

টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সান রাইজার্স হায়দ্রাবাদ ১ কোটি ৪০ লক্ষ রুপি দিয়ে চড়া দামে দলে নিয়েছেন। মোস্তাফিজ ইংরেজিতে কাঁচ হেতু আইপিএলে তার দলের সতীর্থরা ‘বাংলা’ শেখার আগ্রহ প্রকাশ করেছিল বলে তখন খবর বের হয়েছিল!

মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেলেন মোস্তাফিজ। যা এর আগে কোনো বাংলাদেশি অর্জন করতে পারেনি। মোস্তাফিজ এইদিক দিয়েও অন্যদের চেয়ে সেরা।

বাংলাদেশের গৌরব, বাংলার প্রাণ মোস্তাফিজুর রহমান আইসিসি ওয়ান ডে ক্রিকেট একাদশে এই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিল এই তরুণ ক্রিকেটার।

বিশ্বরে প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই ও টেস্ট অভিষেক ম্যাচেই ম্যান অব দ্যা ম্যাচ হলেন মোস্তাফিজুর রহমান।তাও আবার ওডিআইয়ে ভারত আর টেস্টে দ. আফ্রিকা দলের সাথে।

দর্শকদের ভোটে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাটার মোস্তাফিজুর রহমান।

ক্রিকেটের এই কাটার মাস্টার ২০১৫ সালে বাংলাদেশথেকে গুগলে সর্বাধিক সার্চকৃত ব্যক্তি হিসাবে ঘোষিত হয়েছে, যা আমাদের জন্য, দেশের জন্য বড়ই গৌরবের বিষয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *