ক্যাপ্টেন্সিকে দায়িত্ব মনে করছেন সাকিব

ক্যাপ্টেন্সিকে দায়িত্ব মনে করছেন সাকিব

টেস্টে বাংলাদেশের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। কয়েক বছর আগের কথা। বয়স কতোইবা ছিল তখন। ২১-২২ বছর। তখনই পেয়ে যান গুরু দায়িত্ব। তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ডেপুটি তার দুই বছরের ছোট তামিম ইকবাল। তরুণ বয়সে অধিনায়কত্বে বেশ কিছু বিতর্কের জন্ম দেন সাকিব। ফলে ২ বছরের মাথায় সরিয়ে দেওয়া হয় তাকে। ৬ বছর পর আবার ফিরলেন। তবে এবার আর তরুণ সাকিব নেই, বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে দলের সবচেয়ে পরিণত খেলোয়াড়ই তিনি। অভিজ্ঞতার ঝুলিটাও বেশ লম্বা। আর এই ৬ বছরে বাংলাদেশ দলও বদলে গেছে আমূল। তাই এবার নেতৃত্বটা সহজই হবে বলে মনে করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে নেতৃত্ব উপভোগের চেয়ে দায়িত্বটাকে প্রাধান্য দিচ্ছেন তিনি।

 

আরও পড়ুন :

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠছে আজ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *