নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতিসন্তান সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মান্নানের মেঝ ছেলে ইকবাল বাহার রনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আজ দুপুর সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে পৃথিবী থেকে চির বিদায় নিলেন। গতকাল থেকে অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রামের বাঁশখালী থানার পূর্ব বৈলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন ইকবাল বাহার রনির বড় ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব।