বাঁশখালী টাইমস: “বিত্তবানদের সম্পদে আছে গরীবের হক্ব। সামর্থ্য থাকার পরেও অসহায়দের পাশে না দাঁড়ালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কলেজ ছাত্র ফিরোজের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আমি আমার সাধ্যমত সহযোগিতা অব্যাহত রাখবো।”
আজ ২০ জুলাই সন্ধ্যায় দৈনিক পূর্বদেশ কার্যালয়ে ফিরোজের মায়ের হাতে চিকিৎসা বাবদ ১ লক্ষ টাকার চেক তুলে দেয়ার সময় উপরোক্ত কথা গুলো বলেন- বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দুল হক , বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান ,আইন কলেজ ছাত্র সংসদের ভিপি রায়হানুল হক চৌধুরী , প্রিয় বাঁশখালী সম্পাদক কাজী শাহরিয়ার , বাঁশখালী সাহিত্য পরিষদের সদস্য সচিব আবু ওবাইদা আরাফাত , সাংবাদিক ওয়াসিম আহমেদ ,আসাদুল হক , জাহেদুল ইসলাম, ইরফান ,আশরাফ ,আজিজ , সাকিব প্রমুখ।