BanshkhaliTimes

ক্যান্সারাক্রান্ত সাবেক মেম্বারকে দেখতে গেলেন সাবেক সিটিমেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলা শীলকূপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টি নেতা আহমদ খলিল প্রকাশ(কালু মেম্বার) কে দেখতে আজ শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে তার শীলকূপস্থ নিজস্ব বাসায় যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ৬ মাস যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ও ঢাকা বিআর বি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সর্বশেষ সপ্তাহ খানেক পূর্বে তিনি নিজ বাসায় ফিরে আসেন। তিনি ব্যক্তি জীবনে একটানা ১৮ বছর শীলকূপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং তার স্ত্রী ফাতেমা বেগমও একটানা শীলকূপ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ১৪ বছর ইউপি সদস্য ছিলেন। পরিবারিক জীবনে তিনি ২ টি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ২ পরিবারে মধ্যে ১২ জন পুত্র ৪ মেয়ে কন্যাসন্তান রয়েছে। তার মধ্যে ৫ জন পুত্র বর্তমানে অাফ্রিকা প্রবাসী। তার ৮নং পুত্র মোঃ ছিদ্দিক আকবর বাহাদুরও শীলকূপ ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

এই সাবেক মেয়র পরে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজুর রহমানকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউপি সদস্য মোঃ বাদশা, শীলকূপ ইউপি সদস্য মোঃ ফিরুজসহ আরও অনেকে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *