কোলকাতার ব্রহ্মচারী মোরালের ঋষিধাম পরিদর্শন
আন্তর্জাতিক পরিব্রাজক কলিকাতা আদ্যাপীঠের সাধারণ সম্পাদক, বিশ্ব ব্রহ্মচারী মোরালের জন্মভূমি বাঁশখালী পশ্চিম পালেগ্রাম। তিনি তার পিতা মাতার সমাধি মন্দির ও যুগাবতার অদ্বৈতানন্দের স্মৃতি-তীর্থ ঋষিধাম পরিদর্শনে এলে বাঁশখালী উপজেলা পূজা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে শুভেচ্ছা জানানো হয়। তিনি ধামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন, অনবদ্য স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত শ্রীগুরু মন্দির দেখে শ্রীমৎ স্বামী সুদর্শানানন্দ পুরী মহারাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
এসময় ব্রহ্মচারীর জন্মভূমিতে আগমনে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে পাশে ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সনাতনী সমাজের অতন্দ্র প্রহরী, অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত এড আ.ন.ম শাহাদাত আলম। এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, ইউপি মেম্বার নুরুল আজিম, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, মেম্বার সানন্দা, মেম্বার মো:মোস্তাফা, পংকজ দেবনাথ,পূজা উদযাপন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিপন ভট্টাচার্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এছাড়াও ধর্মপ্রাণ সনাতনী ধর্মালম্বীরা তাদের গুরুজীর সংস্পর্শে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করেন।
আরও পড়ুন :