বাঁশখালী টাইমস: পবিত্র জিলহজ্ব মাসর চান দেহা যাইবার ফরত্তুন বাঁশখালীর বউত আট বাজারত গরু-ছ’ল কেনা বেচা শুরু অইয়ে। এক হতায় জমি উইট্টে গরুর বাজার।
অন্যবারত্তু বর এবারত গরু ছ’ল হম উডিলেও দাম এন বর বেশি নয়।
এবারও বউত জাগাত গরুর আট বইসসে। বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ, ভাদালিয়া আরুন বাজার, মনছুরিয়া বাজার, পুকুরিয়া চাঁনপুর বাজার, পুকুরিয়া চৌম্মৌনি,মোনায়েম শাহ বাজার, বানীগ্রাম বাজার, খানখানাবাদ চৌধুরী হাট, বাহারচড়া মোশালি আট, রাদাশাট, টাইম বাজার, অরল বাজার, গন্ডারা বাজার, বড়ঘোনা বেয়ান বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, ছনুয়া মনুমিয়াজীর বাজার, অরলিয়া বাজার,পুইছুড়ি বদ্দারহাট বাজার উদ্দা ছোড বর হমপক্ষে ত্রিশকান আট বইসসে।
কোরবানি আডত সশরীরে যাইয়েরে দেহা গেইয়ে দু/তিনাজার গরু এদ্দে চাইর- পাশশত ছল উইট্টে।
মাগার ফইল্লা ফইল্লা দাম ন চারের বেয়ারি অলে। গরু ৫০ আজার অইতে ৩ লাখ টিয়া, ছল ৮ আজার অইতে ১৬ আজার টেয়াদি বেচা কেনা অর। বেয়ারি অলে হদ্দে এবার দাম হম।
দাম হম ফাদ্দে এতাল্লায় বেয়ারি ও পালক অলে নাখোশ অইয়ে বলে জানা গেইয়ে।
ক্রেতা অলে জানাইয়ে- ‘গরুর সাপ্লাই এবার বেশি এয়ার ফরেও বেয়ারি অলে দাম বেশি চার। সিন্ডিকেট গরি বেশি টিয়াদি গরু বেচের।’
বউত জনে এহন নকিনিয়েরে শেষেরদিকে দাম ফরিবেল্লায় বই থাইক্কে। এতাল্লাই শেষেরমিক্কা বেশি বেচাকেনা অইত ফারে বলি হইতো চার মাইন্সে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হইয়েদে- ‘পবিত্র ঈদ-উল আযহারে সামনে রাহি উপজেলার বিভিন্ন গরুর বাজারত হরা নিরাপত্তা ব্যবস্থা গরা গেইয়ে। কিনঅইয়া বেচঅইয়া অলে নিরাপদে কেনা বেচা গরিত ফারিবু। নিরাফত্তাল্লা বলি বেয়াক আডত পুলিশর বিশেষ টীম হাম গরের।
প্রমিত ভাষায় মূল নিউজ: মিজান বিন তাহের
চাঁটগা অনুবাদ: বাঁশখালী টাইমস টীম